Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করলেও সময়ের পরিক্রমায় এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানায় রয়েছে এলজিইডির বিশাল কর্মযজ্ঞ।

এই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহানন্দা নদীর নামোশংকরবাটি জিসি হতে ধুলাউড়ি জিসি সড়কে সাহেবের ঘাট নামক স্থানে ৪৯৭৬৭৬৮২৪/-(উনপঞ্চাশ কোটি ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর টাকা হাজার আটশত চব্বিশ টাকা) ব্যয়ে ৫৪৬.৬০ মিঃ দীর্ঘ প্রিস্টেড গার্ডার ব্রীজ নির্মাণ করা হয় যা “শেখ হাসিনা সেতু”  নামে পরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত হয়ে সেতুটি উদ্বোধন করেন। সেতুটি উদ্বোধনের ফলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধন ঘটে। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ভেতরে ৭টি তথা সুন্দরপুর,নারায়নপুর, দেবীনগর, শাহজাহানপুর, আলাতোলী, ইসলামপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের জনসাধারণের সেতুটি হওয়ার পূর্বে নৌপথে মহানন্দা নদী পাড়ি দিয়ে শহরে প্রবেশ করতেন যা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ছিল। শেখ হাসিনা সেতু্  ও সেতু্কে কেন্দ্র করে আনুমানিক ৫০ কি.মি. সংযোগ সড়ক    হওয়ার  ফলে অত্যন্ত সহজে শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হওয়ায় গ্রামীণ কৃষিপণ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্প সময়ে শহরে পৌছে দেওয়া সম্ভব হচ্ছে এবং গ্রামগঞ্জে ব্যবসা বাণিজ্য বিকাশ ঘটছে। ফলে গ্রামীণ জনগোষ্টীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে যা দ্রারিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া এ সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ার কারণে গ্রামীণ শিক্ষা, সংস্কৃতি এবং চিকিৎসা সেবার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।