Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩(IRIDP-3). এর আওতায় প্রায় ২০ কি:মি: কাঁচা রাস্তা পাকা করা হবে।

২. গ্রামীণ সড়ক ও কালভার্ট রক্ষনাবেক্ষন কর্মসূচী(GOBM). এর আওতায় ২০০ কি:মি: রাস্তা সংস্কার করা হবে।

৩. রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ ব্যতিত)গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RDRIDP) এর আওতায় ১৫ কি:মি: রাস্তার উন্নয়ন কাজ করা হবে।

৪. দেশ ব্যাপী গ্রামীণ বাজার ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (CRMIDP) এর আওতায় নাচোল উপজেলায় গোলাবাড়ী হাট, গোমস্তাপুর উপজেলায় সন্তোষপুর হাট, শিবগঞ্জ উপজেলায় ছত্রাজিতপুর হাট ভোলাহাট উপজেলায় সন্ন্যাসীতলা হাট এবং সদর  উপজেলায় রামচন্দ্রপুর হাটে ৪তলা ভিত্তির ২তলা মার্কেট ভবন নির্মাণ।

৫. টেকশই  ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (SSSWRDP) এর আওতায় কমান্ড এরিয়া ডেভলপমেন্টের মাধ্যমে কৃষি কাজে সেচের সুবিধা বৃদ্ধি।

৬. ৫০ শর্য্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ।

৭. সদর উপজেলাধীন আজাইপুর বিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান।

৮. ভোলাহাট-বড়গাছী জিসি রোড  প্রশস্ত করণ( চেইনেজ ০০-২৭৫মি.) ও রক্ষণাবেক্ষণ।

৯.  নাচোল -মল্লিকপুর হাট রোড( চেইনেজ ৫১২৫মি.)এ ২০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ।

১০. ভোলাহাট-বড়গাছী জিসি রোড  ( চেইনেজ -২২৪মি.) এ ০৮ মিটার  আরসিসি স্লাব ব্রীজ নির্মাণ।।