১৪-০৬-২০২৫ ইং তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত এক কর্মশালা ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাননীয় প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ মিয়া। আরও ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী এর সম্মানিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব জি. পি. চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী এর সম্মানিত তত্ত্বাবধায়ক প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ এর অভিবাবক ও সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আনোয়ার হোসেন, অত্র দপ্তরের সম্মানিত সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোঃ শাহিদুজ্জামান, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ সকল কর্মকতা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া । এসময় মাননীয় প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ মিয়া এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের ২৪-২৫ অর্থবছরের সমাপ্তকৃত ও চলমান উন্নয়নমূলক কাজসমূহের বিস্তর প্রসংসাসহ বিস্তারিত আলোচনা করেন। একইসাথে সকল উন্নয়নমূলক পূর্ত কাজের গুনগত মান নিশ্চিতে পর্যাপ্ত তদারকি করার আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস