Wellcome to National Portal

   

** স্বাগতম, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ **


Main Comtent Skiped

Recent Activities

১. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩(IRIDP-3). এর আওতায় প্রায় ২০ কি:মি: কাঁচা রাস্তা পাকা করা হবে।

২. গ্রামীণ সড়ক ও কালভার্ট রক্ষনাবেক্ষন কর্মসূচী(GOBM). এর আওতায় ২০০ কি:মি: রাস্তা সংস্কার করা হবে।

৩. রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ ব্যতিত)গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RDRIDP) এর আওতায় ১৫ কি:মি: রাস্তার উন্নয়ন কাজ করা হবে।

৪. দেশ ব্যাপী গ্রামীণ বাজার ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (CRMIDP) এর আওতায় নাচোল উপজেলায় গোলাবাড়ী হাট, গোমস্তাপুর উপজেলায় সন্তোষপুর হাট, শিবগঞ্জ উপজেলায় ছত্রাজিতপুর হাট এবং ভোলাহাট উপজেলায় সন্ন্যাসীতলা হাটে ৪তলা ভিত্তির ২তলা মার্কেট ভবন নির্মাণ।

. টেকশই  ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (SSSWRDP) এর আওতায় কমান্ড এরিয়া ডেভলপমেন্টের মাধ্যমে কৃষি কাজে সেচের সুবিধা বৃদ্ধি।